মেক্সিকোর মোরেলোস রাজ্যে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) রাতে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানীকে সংযোগকারী একটি হাইওয়ের কাছে পৌরসভা হুইটজিলায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই চারজন মারা যান। আর পরে হাসপাতালে নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
মোরেলোসের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, বন্দুকধারীরা ভয়ঙ্কর সহিংসতা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। শহরের ঠিক কেন্দ্রে এমন ঘটনা অভাবনীয়। এ ধরনের সহিংসতা অবশ্যই বন্ধ হওয়া উচিত। যারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়, আমরা তাদের নিন্দা জানাই।
গত বছরের নভেম্বর মাসেও প্রদেশটিতে পুলিশ ও অপরাধীদের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন।
মেক্সিকো সরকারের তথ্যমতে, ২০০৬ সালে সামরিক বাহিনীর মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি
বিএইচ