Top
সর্বশেষ

শ্রীপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

১৩ মে, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
শ্রীপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক মাজহারুল ইসলামের (২৬) মৃত্যু হয়েছে। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের হাসেন আলীর ছেলে। সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ঠান্ডারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ঠিকাদার আব্দুল হক বলেন, গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ৩০০ মিটার ইট সলিং সড়কে নির্মাণকাজ চলমান থাকায় ৫জন শ্রমিক কাজ করছিলো। প্রচণ্ড রোদে কাজ করায় মাজহারুল ও তার সহকর্মী মামুন সড়কের পাশে স্থানীয় নূরুল ইসলামের পুকুরে গোসল করতে নামে।

এ সময় মাজহারুল পুকুরে ডুবে যায়। এক পর্যায়ে মাজহারুল পানিতে ডুব দিয়ে না উঠায় মামুন তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে সে পুকুর থেকে উঠে সহকর্মীদেরকে নিখোঁজের বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছের আগেই স্থানীয়রা পুকুর থেকে মাজহারুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এসকে

শেয়ার