পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠান বাড়াতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নির্দেশনাকে অনুসরন করে সরকারী প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে গুরুত্বসহকারে কাজ করবে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সুফল সম্পর্কে জানাবে। একইসঙ্গে আগামী বাজেটে সরকারের কাছে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর জন্য জোরালো প্রস্তাব রাখবে।
মঙ্গলবার (১৪ মে) পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএমবিএর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ডিএসই চেয়ারম্যান ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। এসময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এটিএম তারিকুজ্জামান ও বিএমবিএ প্রেসিডেন্ট মাজেদা খাতুন উপস্থিত ছিলেন।
ডিএসই চেয়ারম্যান বলেন, বিএমবিএকে পুঁজিবাজারে বড় মুলধনী কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান আনতে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। তারা এসব কোম্পানিতে গিয়ে পুঁজিবাজারে তালিকভুক্ত হওয়ার সুফল সর্ম্পকে জানাবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তারা যেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেজন্য অহ্বান জানাবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, পুঁজিবাজার ততটা উন্নিত হতে পারেনি। এ মার্কেটের উন্নয়নের জন্য বড় ও মৌলভিত্তির কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের কিছু জায়গাতে ছাড়ের ব্যবস্থা করতে হবে। এ বিষয়টি নিয়ে বিএমবিএ আমাদের কাছে লিখিত আকারে কিছু প্রস্তাবনা দিবে। সে প্রস্তাবনাগুলো আমরা ডিএসইর পর্ষদে প্রথম আলোচনা করবে। পরে তা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে জানাবো।
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, ২০০৯ সালে একবার প্রধানমন্ত্রী পুঁজিবাজারে সরকারি কোম্পানি তালিকাভুক্ত হওয়ার নির্দেশনা দেন। সেই নির্দেশনার পর ২২টি সরকারি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ১৫ বছর পরে আবারো প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। আশা করছি, এবার আমরা আরো বেশি সংখক ও ভালো ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে দেখতে পাবে। এজন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে অনাগ্রহ দেখায় কেন, এমন প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কিছু সুবিধা পাওয়া যাবে, এমন পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এখানে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়াতে হবে। দ্বৈত্ব কর প্রত্যাহার করতে হবে। কোম্পানিগুলো মানি মার্কেটের চেয়ে পুঁজিবাজার থেকে যেন সহজেই টাকা উত্তোলন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এখানে কোম্পানির আগ্রহ অনেক বাড়বে।
পুঁজিবাজারের সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এ পরিস্থিতি উন্নয়নে বৈঠকে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুঁজিবাজারে উত্থান-পতন স্বাভাবিক বিষয়। আমি মনে করি বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আমরা তো সার্কিট ব্রেকারও তুলে দেয়ার পক্ষে বিএসইসিকে মতামত দিয়েছি। বাজারকে আর্টিফিশিয়ালভাবে নিয়ন্ত্রণ করা কখনোই ভবিষতের জন্য সুখকর নয়।
এসময় বিএমবিএ প্রেসিডেন্ট মাজেদা খাতুন বলেন, পুঁজিবাজারকে ভালো পণ্য থাকলে ভালো বিনিয়োগকারীও আসবে। আর্টিফিশিয়ালভাবে মার্কেটে বিনিয়োগ দিয়ে লং-টার্মে মার্কেটকে ভালো রাখা যায় না। এজন্য দরকার ভালো কোম্পানি তালিকাভুক্ত বাড়ানো। আমরা সেই কাজগুলো করছি।
এএ