Top
সর্বশেষ

ফরিদপুরে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

১৫ মে, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
ফরিদপুরে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে গড়াই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফেরদৌস মোল্যা নামে (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্য হয়।

বুধবার (১৫ মে) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল নেমে নিখোঁজ হয়। ফেরদৌস মোল্যা উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, ফেরদৌস মোল্যা কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। তবে সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন-অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দলের সদস্য এনে গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসকে

শেয়ার