Top
সর্বশেষ

মাস না যে‌তেই পৌনে দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে ধ্বস

১৫ মে, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
মাস না যে‌তেই পৌনে দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে ধ্বস
খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় পৌনে দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক নির্মাণের মাস না যেতেই ধ্বসে পড়েছে। সড়কটি নির্মাণকালে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ভালোমতো মাটি না দেওয়ায় ইতিমধ্যে পাঁচ স্থান ধ্বসে গেছে।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে, ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজার থেকে ৪নং কয়রা সরকারি পুকুরপাড় পর্যন্ত ১.৪৮ কিলোমিটার কার্পেটিং এর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আক্তারুজ্জান বাবু। তিনি তৎকালীন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য ছিলেন। কাজটির ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৭৬ টাকা। মেয়াদ ছিল গেল বছরের ৯ মার্চ। ২য় দফায় মেয়াদ বাড়িয়ে ওই বছরের ৩০ ডিসেম্বর করা হয়।

গত সোমবার সরজমিনে সড়কটিতে গিয়ে দেখা গেছে, কার্পেটিং এর কাজ সম্পন্ন হলেও ক‌্যা‌ম্প ও ক‌মিউনি‌টি ক্লি‌নিকের সাম‌নেসহ নূন‌্যতম পাঁচ স্থানে ধ্বস নেমেছে। রাস্তার দুই পাশের মাটি বসে যাওয়ায় পিচ ঢালায়ে ফাটল ধরেছে। রাস্তার দুই পা‌শে ঠিকমত মা‌টি ও গাইড ওয়াল দেয়া হয়‌নি।

স্থা‌নীয় বা‌সিন্দা আব্বাস আলী, ইকরামুল হো‌সেনসহ কয়েকজন ব‌্যক্তি বলেন, রাস্তাটিতে পিচের কাজ আসায় আমরা অনেক খুশি হয়েছিলাম কিন্তু আমরা আশাহত হয়েছি। নিম্নমানের সামগ্রী দি‌য়ে কাজ করা হয়েছে। দুই থে‌কে তিন বছর ফেলানো ছিল। রাস্তার পা‌শে ঠিকমত মা‌টি দেয়‌নি। এপ্রিল মাসে কাজ শেষ হয়। অল্প দিনের ব্যবধানে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটি বেশীদিন টিকবে ব‌লে ম‌নে হয়না।

অভিযোগ উঠেছে, রাস্তায় নিম্নমানের খোয়া দিয়ে ওপরে কিছু কিছু জায়গায় পিকেট ইটের খোয়া ছিটিয়ে দেওয়া হয়। সাববেজ তৈরীতে ব্যাপক অনিয়ম করা হয়। স্থানীয় সংসদ সদস্যের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করায় অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ‌‌‌‌‌‌‌‌‌‌

ঠিকাদারি প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজ এর পক্ষে কাজটি তদারকি করেছেন জাকির হোসেন নামে এক ব্যক্তি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করে তিনি বলেন, বৃষ্টির পানিতে রাস্তার প্যারাসাইডিং এর মাটি বসে যাওয়ায় সামান্য ক্ষতি হয়েছে। আমরা দ্রুতই সেটা ঠিক করে দিব।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বৃষ্টির পানি পেয়ে দুই পাশের মাটি বসে যাওয়ায় রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত বিল প্রদান করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করে দিবেন।

এসকে

শেয়ার