ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
বুধবার (১৫ মে) ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বেআইনি সংঘবদ্ধ হয়ে হামলার অভিযোগে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে ফরিদ মোল্যা বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ফরিদ মোল্যার সাথে গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন যাবত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১২ মে রাত আটটার দিকে কান্দকুল গ্রামের আক্তার মেম্বারের দোকানের ভেতর একই গ্রামের হাসেম সরদারের ছেলে চুন্নু সরদার, রহিম মুন্সির ছেলে ছরোয়ার মুন্সি, মৃত আইস সেখের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহিদুল, মো. আকরাম মাতুব্বর, রিশন সরদারসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ দুষ্কৃতকারী ফরিদ মোল্যার উপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এতে মারাত্মক আহত হয় ফরিদ মোল্যা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তিনি বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার চক্রবর্তী বলেন, মামলার পরে অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করা হয়। তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে