Top
সর্বশেষ

কচুয়ায় এসএসসির ফলাফলে উপজেলায় প্রথম হলেন সাংবাদিক কন্যা জেরিন

১৫ মে, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
কচুয়ায় এসএসসির ফলাফলে উপজেলায় প্রথম হলেন সাংবাদিক কন্যা জেরিন
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে এসএসসি সাংবাদিক মঈনুল ইসলাম শিকদারের মেয়ে জেরিন তাসনিম মাহি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। ১২৪৬ (৯৫ দশমিক ৮৫ শতা্ংশ) মার্কস পেয়ে ফলাফলের দিক দিয়ে জেরিন তাসনিম মাহি কচুয়া উপজেলায় প্রথম হয়েছেন। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার আশা এই মেধাবী শিক্ষার্থীর।

জেরিন তাসনিম মাহি বলেন, সব সময় ভাল পড়াশুনার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে ভাল হয়েছে। এইসএসসিতে আরও ভাল করতে চাই। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেধাবী মাহি।

সাংবাদিক মঈনুল ইসলাম শিকদার বলেন, আসলে মার্কস একটি সংখ্যা মাত্র। মূলত জীবনে ভাল মানুষ হওয়া দরকার। ভাল ফলাফলের পাশাপাশি আমি চাই আমার সন্তান একজন ভাল মানুষ হোক। সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এই বাবা।

জেরিন তাসনিম মাহি কচুয়া উপজেলা সদরের মোবাইদুল ইসলাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এসকে

শেয়ার