Top
সর্বশেষ

শ্রীপুর বালু ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

১৬ মে, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
শ্রীপুর বালু ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বালু ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়েছে। আহতরা প্রত্যেকেই দুই ট্রাকের চালক, হেলপার ও মাটি কাটা শ্রমিক। তাদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের শ্রীপুর উপজেলার রাজবাড়ী (নালিয়াটেক) স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুনকে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, বালু ভর্তি একটি ডিস্ট্রিক্ট ট্রাক রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়ার দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে বালি ভর্তি ট্রাক কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুরগামী আসার সময় শ্রীপুর উপজেলার রাজবাড়ী (নালিয়াটেক) স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত স্থানের দুপাশে প্রায় আধাঘন্টা যাত্রীবাহী বাসসহ অর্ধশতাধিক যান আটকে ছিল। আপাতত যান চলাচল স্বাভাবিক রংছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক উদ্ধারের কাজ চলমান রয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।

এসকে

শেয়ার