Top
সর্বশেষ

৫ শতাধিক মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হলো হোটেল সুন্দরবন

১৯ মে, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
৫ শতাধিক মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হলো হোটেল সুন্দরবন
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে বিনামূল্যে ৫ শতাধিক মানুষকে দুপুরে খাবার খাওয়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হলো হোটেল সুন্দরবন। রবিবার (১৯ মে) দুপুরের সদর উপজেলার নতুন পুলিশ লাইনের সামনে

দোয়া মাহাফিলের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় শুভ উদ্বোধন হয় এই হোটেল।

উদ্বোধনী দিনে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে হোটেল চত্বর।

স্থানীয় মামুন শেখ বলেন, হোটেলের চাকচিক্য এবং সুন্দর পরিবেশ যেমন উপস্থিত সকলকে মুগ্ধ করেছে ঠিক তেমনি যেন এ হোটেলের খাবার হয় সেদিকে খেয়াল রাখতে মালিকের দৃষ্টি কামনা করেন।

এক পুলিশ সদস্য বলেন, পুলিশ লাইনের সামনে হওয়ায় আমাদের জন্য খুবই ভালো হবে। ২৪ ঘন্টা খোলা রাখা হয় তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হয় যেহেতু আমাদের এখানে সবসময় থাকতে হয়।

হোটেল মালিক শেখ মোজম বলেন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে মানসম্পন্ন খাবার পরিবেশন করা হবে। ভাতের সাথে থাকবে বিভিন্ন ভর্তা, স্থানীয় বিভিন্ন প্রকারে মাছ, সবজি গরু, খাসি ও মুরগীর গোস্তো আরো অনেক আইটেম। আশা করি সাধারণ মানুষেরা আমার হোটেলে খেয়ে তৃপ্তি পাবে। এবং অন্য হোটেলের থেকেও খাবারের গুণাগত মান ভালো থাকবেন। আপনারা এখানে সম্পূর্ণ মান সম্পন্ন খাবার পাবেন।

এসকে

শেয়ার