Top
সর্বশেষ

ইসিকে হাইকোর্ট দেখিয়ে প্রার্থীতা ফিরে পেলেন প্রতিমন্ত্রীর ভাই দুর্জয়

১৯ মে, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
ইসিকে হাইকোর্ট দেখিয়ে প্রার্থীতা ফিরে পেলেন প্রতিমন্ত্রীর ভাই দুর্জয়
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (১৯ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ দুর্জয়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এতে দুর্জয়ের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। দুর্জয়ের প্রার্থীতা বহাল থাকার খবরে দুপুরের পর থেকে তার কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ কাছে সন্তুষ্টি প্রকাশ এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির বড় ভাই। তাঁর বাবা সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী আমৃত্যু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং এ আসনের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের (ঘোড়া প্রতীক) পক্ষে থাকা ব্যারিস্টার আশরাফ আলী সুজন হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে তার নির্বাচনী প্রচার চালাতে বাধা নেই।

এর আগে গত ১৫ মে দুর্জয়ের উপস্থিতিতে শুনানি করে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন দুর্জয়।
এদিকে, উচ্চ আদালতে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের প্রার্থীতা বহাল থাকায় তাঁর পক্ষের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে আনন্দ বন্যা বইছে। ঘোড়া মার্কার সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর প্রার্থীতা ফিরে পাওয়ায় নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রচারণার শেষ সময়ে প্রার্থীতা ফিরে পাওয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাচ্ছেন।

আগামী ২১ মে নির্বাচন কমিশনের ঘোষণা মতে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে হিজড়া ভোটার রয়েছে ৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪৮টি। ভোট কক্ষ রয়েছে ৯৮৪ টি। তিনজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।

তিনি আরো জানান, শ্রীপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভোটার এলাকা ২০৮ টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৯৮৪ জন এবং পোলিং অফিসার ১৯৬৮ জন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা জানান, নিরাপত্তার স্বার্থে সবকিছু বলা যাবে না। তবে প্রত্যেক ইউনিয়নে অন্তত একজন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত ফোর্স থাকবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা (ওসি) আকবর আলী খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে ১৪৮ টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এসকে

শেয়ার