Top
সর্বশেষ

কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

১৯ মে, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পোশাক কারখানার ১০ তলা ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত নীলা খাতুন (৩০) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিকের মেয়ে। সে জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১৯ মে) দুপুর ২ টায় কোনাবাড়ী থানাধীন জরুন ইসলাম নীট লি. (ইসলাম গ্রুপ) ফ্যাক্টরীর ১০ তলা ছাদ থেকে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, অজ্ঞাত কারনে ইসলাম নীট লি. (ইসলাম গ্রুপ) ফ্যাক্টরীর ১০ তলা ছাদ হতে শ্রমিক লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। লাফ দিয়েছে কিভাবে এটা নিশ্চিত হলেন জানতে চাইলে ওসি বলেন, ফ্যাক্টরীর মালিকপক্ষ জানিয়েছেন। তবে আমরা তদন্ত করছি।

তিনি আরো বলেন, মালিক পক্ষ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিক নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে

শেয়ার