Top

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

২০ মে, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

হেলিকপ্টার বিধস্তে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান করায় ইরানের পারমানবিক ইস্যুতে অন্যতম মধ্যস্থতাকারী আলী বাঘেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২০ মে) তাকে নিয়োগ দেয় ইরানের মন্ত্রিসভা। খবর আল আরাবিয়া।

আলী বাগেরি কানি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মন্ত্রণালয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনি।

স্থানীয় সময় শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ প্রতিবেশী আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে রোববার (১৯ মে) বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।

বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার (২০ মে) ভোরে হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট সোসাইটি। দুর্গম পাহাড়ি অঞ্চলে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। সোমবার (২০ মে) টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কোলিভান্দ বলেন, দীর্ঘ কয়েক ঘণ্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। মৃতদেহগুলো এখন পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে পাঠানো হয়।

সূত্র: আল আরাবিয়া

বিএইচ

শেয়ার