Top
সর্বশেষ

শ্রীপুরে চমক দেখাতে পারেন তারুণ্যের প্রিয়মুখ দুর্জয়

২০ মে, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
শ্রীপুরে চমক দেখাতে পারেন তারুণ্যের প্রিয়মুখ দুর্জয়
গাজীপুর প্রতিনিধি :

রাত পোহালেই শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল ঘোষণার পর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। কাগজে কলমে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠ সরগরম করেছেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় (ঘোড়া) এবং আব্দুল জলিল (আনারস)। উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে কম-বেশি উভয় প্রার্থীরই ভোট রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম ১৪৮টি ভোট কেন্দ্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এদিকে, এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির বড় ভাই। তাঁর বাবা সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং এ আসনের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

অপর প্রার্থী উপজেলা গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলেরও উপজেলা জুড়েই রয়েছে পরিচিত। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পরিষদেরও সাবেক চেয়ারম্যান। তারও উপজেলার ৮টি ইউনিয়নে ভোট রয়েছে। তবে নির্বাচনী প্রচারণায় তার সাথে শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান এবং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন একাধিকবার নেতৃত্ব পরিবর্তন করায় সাধারাণ ভোটার, দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের কাছে অনেকটাই হারিয়েছেন জনপ্রিয়তা। এতে করে আব্দুল জলিলের ভোট ব্যাংক কমে গেছে বলে সাধারণ ভোটারদের অভিমত।

উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী প্রচার-প্রচারণা ও গণসংযোগে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিন গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলায় মূল লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীর মধ্যেই। তারা আরো বলছেন, যেহেতু তরুণ ও নারী ভোটারদের কাছে বেশি জনপ্রিয় অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সেহেতু নির্বাচনে চমক দেখাতে পারেন তিনিই।

শিল্প অধ্যুষিত শ্রীপুর উপজেলা জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতির বড় অংশ জুড়ে থাকে ভাওয়ালের বন রক্ষা ও পর্যটনের বিকাশের কথা। তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুতির জানান দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে এখানে নির্বাচন থেকে দূরে আছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনও বয়কট জানিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার দিচ্ছেন তারা।

ভোটাররা বলছেন এবারের নির্বাচনে প্রার্থীদের সবাই আওয়ামী লীগের। তাদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবেন সেদিকটাতেও নজর রাখছেন ভোটেরদের একটি অংশ। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নিষেধ থাকায় স্থানীয় সাংসদকেও কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় দেখা যায়নি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের লড়াইয়ে শিল্প অধ্যুষিত এ উপজেলায় শ্রমিকদের ভোটেও জয়-পরাজয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কারণ উপজেলার ৪টি ইউনিয়ন বাদে বাকি ৫টিতেই রয়েছে শিল্প প্রতিষ্ঠান।

উপজেলার ভোটারা বলছেন, এবারের নির্বাচন বিষয়ে আগাম মন্তব্য করাটা কঠিন। তবে, ধারণা করা হচ্ছে দ্বিমুখী লড়াই হবে। এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যে যার মতো নির্বাচনী মাঠ নিজের দখলে রাখার চেষ্টা করেছেন। তাদের টার্গেট ভোটাররা যাতে কেন্দ্রে যান এবং ভোট দেন। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিদ্বদ্বী এখন আওয়ামী লীগ।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, উপজেলার একটি পৌরসভা ও একটি ইউপির চেয়ারম্যান ছাড়া অধিকাংশ নেতাকর্মী গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের পক্ষে প্রকাশ্যেই মাঠে কাজ করছেন। তার পক্ষে জোয়ার উঠেছে, তিনি অনেক ভোটে বিজয়ী হবেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে হিজড়া ভোটার রয়েছে ৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪৮টি। ভোট কক্ষ রয়েছে ৯৮৪ টি। তিনজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।

তিনি আরো জানান, শ্রীপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভোটার এলাকা ২০৮ টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৯৮৪ জন এবং পোলিং অফিসার ১৯৬৮ জন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা জানান, নিরাপত্তার স্বার্থে সবকিছু বলা যাবে না। তবে প্রত্যেক ইউনিয়নে অন্তত একজন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত ফোর্স থাকবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে ১৪৮টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে।

এসকে

শেয়ার