Top
সর্বশেষ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

০৪ মার্চ, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
সূচক বাড়লেও কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বাড়েনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ১৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭ টির।

ডিএসই ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ০০২ পয়েন্টে।

সিএসইতে ২৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার