Top
সর্বশেষ

শ্যামনগরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক বাড়ি

২০ মে, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
শ্যামনগরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক বাড়ি
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক টিনশেড কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে গেছে। রবিবার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাছ উপড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। সাথে ব্যাপক বৃষ্টিপাত হয় এসময় মুহূর্তেই এলাকার ৫০ টি পূর্ণ ও ৫০ টি আংশিক টিনশেড কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীমুল ইসলামকে জানানো হয়। সোমবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংসদ এসএম আতাউল হক দোলন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ বস্তা সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এসকে

শেয়ার