Top
সর্বশেষ

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

২০ মে, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুস মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজারে এই হত্যার ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত অজয় দাস (২২) নামের যাত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত ইউনুস মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়ীতে পরিবারসহ ভাড়ায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী আকলিমা বেগম জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন তার স্বামী ইউনুছ মিয়া। সন্ধ্যায় তাকে ছুরিকাঘাতে হত্যার খবর পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ইউনুছ মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অজয় দদাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার