Top
সর্বশেষ

এলপিএলে দল পেলেন তাসকিন

২১ মে, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
এলপিএলে দল পেলেন তাসকিন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে অবিক্রিত রয়ে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

এলপিএলের নিলামে প্রথমে নাম ওঠে লিটন দাসের। যার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। আর ৫০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল মুশফিকুর রহিমের। তবে দুইজনই অবিক্রিত রয়ে গেছেন।

তবে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাসকিন আহমেদকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিনের জন্য একমাত্র কলম্বো স্ট্রাইকার্সই বিড করেছিল। অন্য কোন দল বিড না করায় কলম্বো বিনা বাঁধায় তাসকিনকে দলে পেয়ে যায়।

এবারের এলপিএলের নিলামে এই তিন বাংলাদেশী ক্রিকেটার ছাড়াও রয়েছেন— আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়াও আরও অনেকে।

এদিকে নিলামের আগেই সরাসরি দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে টেনেছে ডাম্বুলা থান্ডার্স।

বিএইচ

শেয়ার