Top
সর্বশেষ

ভোটারবিহীন পরিবেশে পাবনার তিনটি উপজেলায় ভোট গ্রহণ

২১ মে, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
ভোটারবিহীন পরিবেশে পাবনার তিনটি উপজেলায় ভোট গ্রহণ
স্টাফ রিপোর্টার, পাবনা :

ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ভোটগ্রহণ সকাল আটটায় শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।

এই নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ ভাইস চেয়ারম্যান পদে ৮জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট শুরু হওয়ার এক ঘন্টা পর সকাল ৯ টায় চাটমোহর উপজেলার চাটমোহর ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন কালে সেখানকার প্রিজাইডিং কর্মকর্তা সোহেল রানা জানান, প্রত্যেকটি কক্ষে কোথাও একজন কোথাও তিনজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এই সময় নির্বাচন সংশ্লিষ্টদের কেন্দ্রের বিভিন্ন পক্ষে ভোট কেন্দ্রে বিভিন্ন কক্ষে প্রায় কর্মহীন অবস্থায় বসে থাকতে দেখা যায়। তারা জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ার আশা করছেন।

তবে বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে। এই তিন উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে।

এসকে

শেয়ার