Top
সর্বশেষ

বাগেরহাটের তিন উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

২১ মে, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
বাগেরহাটের তিন উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে গণনা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিনই চিল অভিযোগ ও পাল্টা অভিযোগ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিও ছিল উল্লেখযোগ্য হারে। আচরণবিধে লঙ্ঘনের দায়ে চিতলমারী উপজেলায় দুই আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফকিরহাটে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। আটক করা হয় তিন ব্যক্তিকে।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বলেন, ভোটার হারের এখন পর্যন্ত পিরোপুরি তথ্য পাইনি। ৩টা ৫০ পর্যন্ত ফকিরহাটে ৪১, মোল্লাহাটে ৩২ এবং চিতলমারীতে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এছাড়া সারাদিন যে সব অবিযোগ পেয়েছি, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দু একটি সমস্যা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।একন গণনা চলছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, চিতলমারী,মোল্লাহাট ও ফকিরহাট ৩টি উপজেলায় ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন লড়ছেন।

তিনটি উপজেলা ১২৪ টি কেন্দ্রে ৩ লক্ষ ৫৮ হাজার ৩৮২ জন ভোটার ছিল।এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। তিনটি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯জন , বিজিবি, র‌্যাব, ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

এসকে

শেয়ার