Top
সর্বশেষ

আ’লীগ সভাপতির পক্ষে ভোট না করায় বিএনপি নেতাকে অব্যাহতি

২১ মে, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
আ’লীগ সভাপতির পক্ষে ভোট না করায় বিএনপি নেতাকে অব্যাহতি

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভাপতির পক্ষে ভোট না করায় বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি করা হয়েছে। সংবাদ সম্মেলন করে শিবগঞ্জ উপজেলা বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি নেতা এ বি এম কামরুজ্জামান শাকি। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত সোমবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এ বি এম কামরুজ্জামান শাকিসহ ছয় নেতা-কর্মীকে দলীয় থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্নভাবে জড়িত থাকা ও সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে ওই ছয়জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করা হয়।

এ বি এম কামরুজ্জামান শাকি ছাড়া অব্যাহতিপ্রাপ্ত অন্য নেতা-কর্মীরা হলেন, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা, আটমুল ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম ঠান্ডা, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান ও জাহিদ মণ্ডল।

দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে গতকাল মাঝপাড়া গ্রামে (নিজবাড়ি) সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি এ বি এম কামরুজ্জামান শাকি।

তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক চেয়েছিলেন আমি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার পক্ষে ভোট করি। কিন্তু আমি তা করিনি। সে কারণেই তারা আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন।’ এছাড়াও উপজেলা বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন।

এ বি এম কামরুজ্জামান শাকির সংবাদ সম্মেলনে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব জানান, ‘বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের করেছে। কিন্তু নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে বেশ কয়েকজন নেতা-কর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি কোনো কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেয়নি।’

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ‘আমরা সকল পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন বয়কট করার কথা স্পষ্টভাবে বলেছি। যে ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা দুই প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছিলেন। দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়ায় ওই নেতা এ ধরনের মন্তব্য করেছেন।’

এসকে

শেয়ার