Top
সর্বশেষ

কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

২১ মে, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
কলকাতার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

আইপিএলের প্লে-অফ পর্ব মাঠে গড়াচ্ছে আজ মঙ্গলবার থেকে। কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ।

মঙ্গলবার (২১ মে) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চলতি আসরে শেষ পর্যন্ত শিরোপার মিশনে টিকে আছে চার দল। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মিশন আপাতত ফাইনালে জায়গা করে নেয়া।

সবার আগে সুযোগটা কলকাতা ও হায়দরাবাদের সামনে। টেবিলের দুই সেরা দল মুখোমুখি প্রথম কোয়ালিফায়ারে।

হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাতি, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাহ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিয়য়াকান্ত ও নাতারাজান।

ইম্প্যাক্ট: ওয়াসিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, উমরান মালিক, সানভির সিং ও গ্লেন ফিলিপস।

কলকাতা একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কাটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশিত রানা ও বরুণ চক্রবর্তী।

ইম্প্যাক্ট: রাদারফোর্ড, অনুকুল রায়, নীতিশ রানা, মনিশ পান্ডে ও শ্রীকর ভারত।

বিএইচ

শেয়ার