Top
সর্বশেষ

জয়পুরহাট সদরে মিঠু. পাঁচবিবিতে নাহার চেয়ারম্যান নির্বাচিত

২১ মে, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
জয়পুরহাট সদরে মিঠু. পাঁচবিবিতে নাহার চেয়ারম্যান নির্বাচিত
জয়পুরহাট প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়পুরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এইএম মাসুদ রেজা আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯৭৯ ভোট।

অপরদিকে, পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেকুন নাহার। তিনি ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক আনারস প্রতীক পেয়েছেন ১১ হাজার ৬৪৭ ভোট।

এসকে

শেয়ার