কাহালু উপজেলা আ.লীগ সহসভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (মোটরসাইকেল প্রতীক)।
দুপচাচিয়া উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৪৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক (আনারস) ২০ হাজার ৪২৮ ভোট।
আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৮৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল) পেয়েছে ৩২ হাজার ১২৮ ভোট।
কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলায় ১৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তিনটি উপজেলার চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসকে