Top
সর্বশেষ

উপজেলা নির্বাচন: ফুলতলায় আকরাম, দিঘ‌লিয়ায় মারুফুল, তেরখাদায় হাসান জয়ী

২২ মে, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: ফুলতলায় আকরাম, দিঘ‌লিয়ায় মারুফুল, তেরখাদায় হাসান জয়ী
খুলনা প্রতি‌নি‌ধি :

খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন ও দিঘ‌লিয়ায় শেখ মারুফুল ইসলাম পুনরায় ও তেরখাদা উপজেলায় আবুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফুলতলায় শেখ আকরাম পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী মো. সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট।

অপরদিকে তেরখাদায় আবুল হাসান ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ২২ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।

দিঘ‌লিয়ায় শেখ মারুফুল ইসলাম আনারস প্রতীক ৩৪ হাজার ৪২৩ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি।

এসকে

শেয়ার