Top
সর্বশেষ

উপজেলা নির্বাচন: নগরকান্দায় বাবুল, সালথায় ওয়াদুদ জয়ী

২২ মে, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: নগরকান্দায় বাবুল, সালথায় ওয়াদুদ জয়ী
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী শাহজামান বাবুল বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক।

মঙ্গলবার (২১ মে) রাতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাফী বিন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।
আনারস প্রতীকে ৩৭ হাজার ২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ মুস্তাফিজুর রহমান টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুজ্জামান লস্কর টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৯২ ভোট।

এছাড়া চৌধুরী মারুফ হোসেন বকুল তালা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৮২ ভোট, চুন্নু শেখ মাইক প্রতীকে ৮ হাজার ৯৪ ভোট এবং সাহেব মিয়া চশমা প্রতীকে ৫ হাজার ৬১২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহানা পারভিন মনি ২৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইরিন খানম ফুটবল প্রতীকে ২১ হাজার ১৮৩ ভোট পেয়েছেন। এছাড়া কামরুন্নাহার রিটা কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৭৮ ভোট।
এদিকে, ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াদুদ মাতুব্বর। তিনি আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওয়াদুদ মাতুব্বর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৬৫ ভোট। তবে নির্বাচনের মাত্র একদিন আগে তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মঙ্গলবার (২১ মে) রাতে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী এর সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আছাদ মাতবর চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮৪ ভোট

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোরশেদা খানম ফুটবল প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরি বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৫৩ ভোট।

সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। ভোটার ছিল ১ লাখ ৪২ হাজার ১৪৮ জন।

এসকে

 

শেয়ার