Top
সর্বশেষ

নারায়ণগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী যারা

২২ মে, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী যারা
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন৷

মঙ্গলবার (২১ মে) মধ্য রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন৷

রূপগঞ্জ :

রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হোসেন ভূঞা রানু (আনারস) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট৷ এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আড়াইহাজার :

আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট৷ আর ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিজয়ী প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

সোনারগাঁ :

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া) প্রতীকে ৮১ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস) প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাছুম চৌধুরী (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এসকে

শেয়ার