Top
সর্বশেষ

কালীগঞ্জে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

২২ মে, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
কালীগঞ্জে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী বিলকিসের (২৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামি স্বামী মিজানুর রহমান সুমনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা ৬ টায় গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় থেকে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মিজানুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার মফিজুল ইসলামের ছেলে মিজানুর রহমান সুমন (২৮)। সে প্রথম স্ত্রী শিমু, দেড় বছরের মেয়ে এবং মা’কে নিয়ে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় ভাড়া বসবাস করতেন। হত্যাকারী সুমন পেশায় ট্যাক্সি চালক।

র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বলেন, প্রায় দুই বছর পূর্বে বিলকিসকে তার অভিভাবকের অগোচরে বিয়ে করেন। পরে তুরাগ থানার রানাভোলা থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। উবারে ট্যাক্সি চালিয়ে দুই স্ত্রীকে চালানোয় তার সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এর মধ্যে গত চার মাস যাবত স্ত্রী বিলকিস স্বামীর কাছে একটু বেশী টাকা দাবি করলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হলে স্বামী সুমন দ্বিতীয় স্ত্রী বিলকিসকে হত্যার পরিকল্পনা করে। মাঝে মধ্যে সে স্ত্রী বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে গিয়ে সুযোগ খুঁজতে থাকেন।

গত ১৯ মে দুপুরের পর ভিকটিম স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে স্বামী সুমন বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যায়। পথে চা পান করে জায়গা ও সুযোগ খুঁজতে থাকেন। বিকেল ৪ টার পর গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল ২৪নং সেক্টরের নিরিবিলি এলাকায় জঙ্গলে নিয়ে যায়। সেখানে গাড়ি থামিয়ে স্ত্রীকে গাড়িতে বসিয়ে রেখে আসামি সুমন গাড়ি থেকে নেমে গাড়ি স্টার্ট অবস্থায় পাইপ দিয়ে পেট্রোল বের করে বোতলে ভরে। কিছুক্ষণ পর বিলকিস গাড়ি থেকে নামলে সুমন বোতলে রাখা পেট্রোল বিলকিসের গায়ে ছিটিয়ে দেয় এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে গায়ে ছুঁড়ে মারে। বিলকিসের গায়ে আগুন জ্বলে উঠলে বাঁচার জন্য চিৎকার শুরু করলে পাষণ্ড স্বামী হত্যাকারী সুমন গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিলকিসের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে একটি ড্রেন থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার (২০ মে) সকাল ৯ টায় বিলকিস মারা যায়। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সুমন আত্মগোপনে চলে যায়।

পরে র‌্যাব-১ আসামি সুমনকে গ্রেফতারে অভিযান চালায় এবং ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামি পাষণ্ড স্বামী সুমনকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এসকে

শেয়ার