Top
সর্বশেষ

ক্যান্সার আক্রান্ত শহিদুল বাঁচতে চান, বিত্তবানদের সহযোগিতার অনুরোধ পরিবারের

২২ মে, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
ক্যান্সার আক্রান্ত শহিদুল বাঁচতে চান, বিত্তবানদের সহযোগিতার অনুরোধ পরিবারের
স্টাফ রিপোর্টার, পাবনা :

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মো. শহিদুল ইসলাম বাচ্চু। তিনি নিজেই এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। হঠাৎ করে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায়, তার চিকিৎসা ব্যয় মেটাতে পরিবার এখন নিঃস্ব। অভাব অনটনে খেয়ে না খেয়ে কাটছে পরিবার পরিজন নিয়ে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে প্রায় মৃত্যুশয্যায়।

এমতো অবস্থায় ক্যান্সার আক্রান্ত বাচ্চু ও তার পরিবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সুস্থ জীবনে ফিরে আসার জন্য উন্নত চিকিৎসার ব্যয় মিটাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

স্ত্রী, কন্যা, মা ও বাবাকে নিয়ে বর্তমানে নিজগ্রাম পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাঠানী বাস করছেন মো. শহিদুল ইসলাম বাচ্চু।
তার মা মিনারা খাতুন বলেন, পরিবারের একমাত্র অবলম্বন বাচ্চু ঢাকায় প্রাইভেট গাড়ী চালানোর চাকরি করে সংসার চালাতো। তিনি আরো বলেন, গত বছর আমার ছেলেকে প্রথমে পাবনা বেসরাকারী হাসপাতাল শিমলাতে নিয়ে যাই সেখানে ক্যান্সারের লক্ষণ পাওয়া যায় না, ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করাই ওখানেও কোন প্রকার ক্যান্সার জীবাণু ধরা পরে না। কিন্তু ছেলে তবুও অসুস্থই থাকে। এর পর কলকাতা নিয়ে পরীক্ষা করানো হলেও ক্যান্সারের সিমটম পাওয়া যায়না। তারপর সেখান থেকে চলে আসি দেশে। দুই তিন মাস পর আমার ছেলে আবার বেশি অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং আবার বিভিন্ন পরীক্ষা করানো হয়। এবার ধরা পরে ব্লাড ক্যান্সার। রাজশাহী মেডিকেল থেকে রিলিজ নিয়ে নিজ বাড়ীতেই চিকিৎসা করানো হচ্ছে। একটি ক্যামো দেয়া হয়েছে।

শহিদুল ইসলাম বাচ্চুর বাল্যবন্ধু মো. ইমরান হোসেন জানান, বাচ্চু এইচএসসি পাস। দীর্ঘ এক-দেড় বছর ধরে আমরা বন্ধুরা ও আত্মীয়স্বজন মিলে তার চিকিৎসার খরচ বহন করেছি। কিন্তু এখন অনেক বেশি ব্যয় হবে তার চিকিৎসায়। তাই সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরাও তাকে আরো সাহায্য সহযোগিতা করবো।

শহিদুল ইসলাম বাচ্চুর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য এখন তাঁর পরিবারের নেই। তাই তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশ-বিদেশের হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবারটি।

সহায়তা পাঠানোর ঠিকানা :
অ্যাকাউন্ট নাম: মো. শহিদুল ইসলাম হিসাব নং: ২০৫০৭৭৭৬৮০২১৩৮২১৮ , ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ঈশ্বরদী শাখা, পাবনা।
বিকাশ/নগদ (ব্যক্তিগত) ০১৭৩৮৯০০২৭১।

এসকে

শেয়ার