Top
সর্বশেষ

নরসিংদীরতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

২৩ মে, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
নরসিংদীরতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে সরকারী প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টেঁটা বৃদ্ধ হয়ে দুইগ্রুপের অন্তত ১০জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আলোকবালীর ইউনিয়নের খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জাকির গ্রুপের নেপথ্যে রয়েছে ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ এবং জয়নাল আবেদিন গ্রুপে রয়েছে ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন দীপু, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিম। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিলো। বৃহস্পতিবার সেটি হামলায় রুপ নেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজনকে নরসিংদী সদর এবং জেলা হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসকে

শেয়ার