Top
সর্বশেষ

মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২৪ মে, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
মতিঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে মতিঝিলের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের বিপরীত পাশের রাস্তা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) অনিল চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের বিপরীত পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। সিআইডির ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এম জি

শেয়ার