নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৯ মে)। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। কাগজে কলমে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠ সরগরম করেছেন আবুজার রহমান (আনারস), দ্বীপক চক্রবর্তী (ঘোড়া)। এ ছাড়াও তরিকুল ইসলাম বাবু ( লাঙল) ও তপন রায় (হাতুড়ি), প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে কম-বেশি প্রার্থীরই ভোট রয়েছে।
এদিকে, এবারের নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আবুজার রহমান। তিনি নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মিষ্ট ভাষী এই মাটি ও মানুষের নেতা ক্ষত আবুজারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি কাজ করছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয় নেতাকর্মীরা।
অপর প্রার্থী নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দ্বীপক চক্রবর্তী জেলা জুড়েই রয়েছে পরিচিত। তবে নির্বাচনী প্রচারণায় তার সাথে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় নেতাকর্মীরা অধিকাংশই তার সাথে নেই। এতে করে দ্বীপক চক্রবর্তীর ভোট ব্যাংক কমে গেছে বলে সাধারণ ভোটারদের অভিমত।
অপর প্রার্থী নীলফামারী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু ও ওয়ার্কার্স পার্টির তপন রায়।
উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর প্রচার-প্রচারণা ও গণসংযোগে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিনে গিয়ে গেছে। এ উপজেলায় মূল লড়াই হবে আনারস ও ঘোড়া প্রতীকের প্রার্থীর মধ্যেই। যেহেতু তরুণ ও নারী ভোটারদের কাছে বেশি জনপ্রিয় আবুজার রহমান সেহেতু নির্বাচনে চমক দেখাতে পারেন তিনিই।
উপজেলা জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতির বড় অংশ জুড়ে থাকে সরকারের নানা মুখী উন্নয়নের কথা। তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুতির জানান দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
ভোটাররা বলছেন এবারের নির্বাচনে প্রার্থীদের সবাই আওয়ামী লীগের। তাদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবেন সেদিক টাতেও নজর রাখছেন ভোটেরদের একটি অংশ।
উপজেলার ভোটারা বলছেন, এবারের নির্বাচন বিষয়ে আগাম মন্তব্য করাটা কঠিন। তবে ধারণা করা হচ্ছে দ্বিমুখী লড়াই হবে। এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যে যার মতো নির্বাচনী মাঠ নিজের দখলে রাখার চেষ্টা করেছেন। তাদের টার্গেট ভোটাররা যাতে কেন্দ্রে যান এবং ভোট দেন। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিদ্বদ্বী এখন আওয়ামী লীগ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মী এবার আবুজার ভাইয়ের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা করছি। একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে একজন প্রার্থীর যে যোগ্যতা (ক্যাপাবিলিটি) দরকার সে যোগ্যতা আবুজার ভাইয়ের আছে। সত্যিকার অর্থে আনারস মার্কার প্রার্থী একজন ভালো মানুষ। একজন ভালো মানুষের পক্ষে কাজ করতে পেরে নিজের কাছে স্বচ্ছন্দ বোধ করছি। প্রতিটি পাড়া মহলায় আনারস মার্কার জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ আগামী আগামী বুধবার (২৯মে) বিপুল ভোটের ব্যবধানে আবুজার ভাইয়ের জয় নিশ্চিত হবে। সদর উপজেলার প্রতিটি মানুষের কাছে আনারস মার্কার জন্য পক্ষে ভোট চাই।
নীলফামারী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নীলফামারী সদরে উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৩৪জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৫৭৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ১৫৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪১টি। চারজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
এসকে