Top
সর্বশেষ

কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে নগদ অর্থ সহায়তা

২৫ মে, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে নগদ অর্থ সহায়তা
খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে নগদ ১ লাখ টাকা ও আহত একজনকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

শনিবার (২৫ মে) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষ থে‌কে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহত ২ জন শ্রমিকের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা ও আহত শ্রমিক আল আমিনকে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন সব ধরনের মৃত্যুর ফায়সালা করেন। তাই আল্লাহর ফায়সালা আমাদের মেনে নিতে হবে এবং যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে। যে কোন দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মৃত্যুর কোন স্থান-কাল ও বয়স নেই। যে কোন সময় যে কোন জায়গায় হতে পারে। আমাদের ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ও নেক আমল করতে হবে। মা,বাবা, স্ত্রী ও মেয়ে হিসেবে নিহতদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাও. আব্দুল কালাম আজাদ ,জেলা আমির মাও. ইমরান হুসাইন, খুলনা জেলা নায়েবে আমির মাও. গোলাম সারওয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,কয়রা উপজেলা আমির মাও. মিজানুর রহমান, নায়েবে আমির হাফেজ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাও. শেখ সাইফুল্লাহ , মহারাজপুর ইউনিয়ন আমির মাওঃআবু তাহের,কয়রা ইউনিয়ন আমির মিজানুর রহমান মিজান,বাগালি ইউনিয়ন আমির মাও. রফিকুল ইসলাম,কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শাহাবুদ্দীন,মাকসুদুর রহমান,রকি, মাও. মুস্তাকিম বিল্লাহ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ই মে গোপালগঞ্জের মকসুদপুর থেকে বোরো ধান কেটে বাড়ি ফেরার পথে তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরদার বাড়ী বটতলা এলাকায় ধান বোঝাই ট্রাক উল্টে খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) এবং মদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) নিহত ও ১০ জন আহত হয়।

এসকে

শেয়ার