Top
সর্বশেষ

সাতক্ষীরায় ডাম্পারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

২৫ মে, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডাম্পারের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
সাতক্ষীরা প্রতিনিধি :

ডাম্পার ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে।

নিহত কলেজ ছাত্র হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে পলাশ আউলিয়া (১৯)। পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয়রা ঘাতক ডাম্পার ট্রাকটি আটক করেছে।

নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান, তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌঁছানোর পর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুতগতিতে ডাম্পার ট্রাকটি মূল সড়কে উঠার চেষ্টা করে। এসময় ডাম্পারের অগ্রভাগ দিয়ে পিছনে ধাক্কা দেয়া হলে মটর সাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়েন। একপর্যায়ে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে পলাশ ঘটনাস্থলে নিহত হয়। সাদিক আরও জানায়, ১৫/১৬ বছর বয়সী এক তরুণ ডাম্পার ট্রাকের চালকের আসনে ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন চাকার নীচে পড়ে ফুসফুস ফেটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাত্র দু’দিন আগেও উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়। দ্রুত এসব অবৈধ ডাম্পার ট্রাকসহ অপ্রাপ্ত বয়স্ক চালকদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-২৫.০৬.২৪ ছবি আছে।

এসকে

এসকে

শেয়ার