Top
সর্বশেষ

শপথ নিলেন উপ-নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের এমপি

২৬ মে, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
শপথ নিলেন উপ-নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের এমপি

দ্বাদশ জাতীয় সংসদের ১ টি আসনের উপ নির্বাচনে নির্বাচিত সংসদ বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার শপথ নিয়েছেন আজ।

রবিবার ( ২৬ মে ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান ৷ স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

উপনির্বাচনে নির্বাচিত সংসদ নায়েব আলী জোয়ার্দ্দার -ঝিনাইদহ ১ (শৈলকুপা)আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসকে

 

শেয়ার