নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নিহত সুমনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও রায়পুরা আসনের এমপি রাজি উদ্দিন আহাম্মেদ রাজু।
গতকাল শনিবার বিকেলে রাজি উদ্দিন আহাম্মেদ রাজু অডিটরিয়ামের এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রায়পুরা আসনের এমপি রাজি উদ্দিন আহাম্মেদ রাজু বলেন, অস্ত্রের শক্তি কোন শক্তি নয়। রাজনীতিকদের মূল শক্তি জনগণ। আমার সাথে রায়পুরার জনগণ রয়েছে। তাই অস্ত্রের মহড়া দিয়ে লাভ নেই। রায়পুরার মাটি থেকে মাদক ব্যাবসায়ী ও ভূমি দস্যু নির্মূল করা হবে। জনগণকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী ও ভূমি দস্যু রুবেলের শিকর রায়পুরা মাটি থেকে উৎখাত করা হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহাম্মেদ পার্থ, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান একে এম ফজুলল করিম ফারুক, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলামিন ভূইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল, নিহত সুমনের পিতা ও মামলার বাদি নাসির উদ্দিন সহ রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
উল্লেখ : গত ২২ই মে বুধবার দুপুরে প্রচারণার যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর হামলায় নিহত হয় সুমন মিয়া।
এসকে