Top
সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

২৭ মে, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ
বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হচ্ছে সাময়িক বিলম্ব হবে।

সোমবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। কখন চলাচল শুরু হবে তা নিশ্চিত নয়। মূলত বৈরী আবহাওয়ার কারণে এমন হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এরআগে গত শনিবার (২৫ মে) এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

এম জি

শেয়ার