Top
সর্বশেষ

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

২৭ মে, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

ঢাকার ধামরাইয়ে শ্রমিক ও যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২৭ মে) সকালে পোশাক কারখানার শ্রমিকবাহী প্রিয়াংকা পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী ডি লিংক পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুটি বাসের অন্তত ৪০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহত যাত্রী মুনছের আলী বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনি ডান হাত ও মাথায় আঘাত পান।

সাভার হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএইচ

শেয়ার