Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিলো আইপিডিসি

২৭ মে, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিলো আইপিডিসি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার এবং ট্রাস্টের পরিচালক অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক।

এ সময় আইপিডিসি’র পক্ষে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম।

অনুদান বিষয়ে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আগামী দিনের উজ্জ্বল নেতৃত্ব নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে আমরা অবদান রাখার সুযোগ পাচ্ছি। এজন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”

শেয়ার