Top
সর্বশেষ

কেশবপুরে অটোর উপর গাছের ডাল পড়ে আহত ৩

২৮ মে, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
কেশবপুরে অটোর উপর গাছের ডাল পড়ে আহত ৩
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

রাত ৮টার সময় কেশবপুর পৌরশহরে গাছের ডাল পড়ে ৩ জন আহত ১ জনের অবস্থায় গুরুতর। রাত ৮টার পর কেশবপুর থেকে ২জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র অটো ত্রিমোহিনী যাওয়ার পথে শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে পাশে থাকা বট গাছের ডাল ভেঙ্গে মহেন্দ্র অটোর উপর পড়লে মহেন্দ্রর চালক বাহারুল (২৮) সহ দুই যাত্রী মারাত্মকভাবে আহত হয়।

আহত এক যাত্রীকে গুরুতর অবস্থায় খুলনায় মেডিকেলে পাঠানো হয়েছে। চালকসহ বাকি দুজন কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে রাতে এই দুর্ঘটনার সময় ঝড়ো হাওয়া অব্যাহত ছিল। দুর্ঘটনায় মহেন্দ্র অটোটি দুমড়ে মুচড়ে যায়।

এসকে

শেয়ার