জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেলে (আইকিউএসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও অভিযোগ প্রতিকার (সফটওয়্যার) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে নয়টায় আইকিউএসি’র কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কার্য-সম্পাদনে সহায়ক হবে এবং তাদেরকে আরও বেশি দক্ষ করে তুলেবে। তিনি সফটওয়্যার পরিচালনায় কর্মকর্তাদের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান। এছাড়া কর্মশালায় টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও আইন অনুষদের ডিন তাপস কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী ও অধ্যাপক ড. শামীম আল মামুন।
বিএইচ