পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ মে) বিকেল ৩ টায় পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান।
সিভিল সার্জন বলেন, আগামী ১ জুন জেলার ৯টি উপজেলা ও ৭৪ টি ইউনিয়ন এবং ০৪টি পৌরসভায় মোট ১৯৩০ টি টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মোট ০৪ লক্ষ ২১ হাজার ৪৮ টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৫১ হাজার ৪৯২ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ৬৯ হাজার ৫৫৬ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ খায়রুল কবির মেডিকেল অফিসার ডা. মো. রহিম উদ্দিন মৃধা এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ দুলাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ।
এসকে