Top
সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে রয়েছেন সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

২৯ মে, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে রয়েছেন সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
কয়রা (খুলনা) প্রতিনিধি :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে রয়েছেন বর্তমান সরকার। ঘূর্ণিঝড়ের প্রথম দিন থেকেই বিভিন্ন মাধ্যমে উপকূলের মানুষের খোঁজ খবর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটাতে আগামী এক সপ্তাহের মধ্যে উপকূলের ক্ষয় ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ কলেজে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময় আপনাদের খোঁজ খবর রাখেন। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন উপকূলীয় এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য ও তাদের পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়ার জন্য। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বঙ্গবন্ধু কন্যা পূর্বেও আপনাদের পাশে ছিলেন বর্তমানেও পাশে আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। রেমালে কয়রার ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় চার শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন। এরপরে তিনি কয়রা ত্যাগ করে ভোলার উদ্দেশ্যে রওনা হন।

উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক -উজ-জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কয়রা পাইকগাছার সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহামান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ।

এসকে

শেয়ার