Top
সর্বশেষ

পাউবো’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, শত‌ চেষ্টায়ও বন্ধ হয়নি পানি

২৯ মে, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
পাউবো’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, শত‌ চেষ্টায়ও বন্ধ হয়নি পানি
তরিকুল ইসলাম, খুলনা :

খুলনার কয়রা উপজেলার দশহালিয়া গ্রামে জোয়ারের পানিতে ভাসছে অর্ধশতাধিক পরিবার। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রোববার ভোররাতে দশ হালিয়ার প্রায় আধা কিলোমিটার জরাজীর্ণ বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়। তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী বাঁধের উপর বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করেন। তবে সোমবার দুপুরের জোয়ারে শেষ রক্ষা হয়নি তাদের। দশ হালিয়ার দুইটি স্থানের ৭০ মিটার বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মঙ্গলবার সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাঁধ নির্মাণের চেষ্টা করেন। তবে পানি আটকানো সম্ভব হয়নি।

বুধবার ভোর থেকে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় পাঁচ শতাধিক স্থানীয় জনগণ ফের বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। ঐদিন বেলা দেড়টা পর্যন্ত কাজ করে দুইটি পয়েন্টে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করতে সক্ষম হন। তবে যথাসময়ে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ না পাওয়ায় সেখানে চাপান দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বালুর বস্তা চাপান না দিতে পারায় জোয়ারের পানিতে ফের রিং বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। প্লাবিত হয় এলাকা। সেখানে অর্ধশতাধিক পরিবার পানি বন্দী রয়েছে। তাদের সুপেয় পানি ও খাবারের চরম সংকট দেখা দিয়েছে।অসুস্থদের চিকিৎসা সেবা মিলছে না। তারা জোয়ারের সময় খাটের উপর অথবা বাঁধের উপর বসে থাকছে। অনেকের ঘর নষ্ট হয়ে গেছে। দশ হালিয়ার কয়েকশ’ চিংড়ির ঘের তলিয়ে গেছে।

সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন, স্থানীয় বাসিন্দা আসাদুল, আরাফাতসহ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দশ হালিয়ার ওই স্থানটি বারবার ভাঙছে। দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কার করলেও ফের ভেঙেছে। মূলত পানি উন্নয়ন বোর্ডের কাজ হাত বদল হওয়ায় মানসম্মত হয় না। মূল ঠিকাদার থেকে কাজ সম্পন্ন করা শ্রমিক সরদার পর্যন্ত কয়েকটি দফায় লভ্যাংশ রেখে হাত বদল হয়। ফলে বরাদ্দের দশ শতাংশ টাকারও কাজ হয় না বলে অভিযোগ তাদের। কাজ মানসম্মত হয় না। যতটুকু চড়াও উঁচু করার কথা থাকে সেটা করেন না। কাজের সাইটে কোন সাইনবোর্ডও দেয়া থাকে না। খুবই নিম্নমানের কাজ হাওয়ায় একই স্থান থেকে বারবার বাঁধ ভাঙছে।

মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, বাঁধ না ভাঙা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব দেয় না। তাদের দায়িত্ব অবহেলার কারণে আজ আমরা পানিবন্দি। তিন দিন হলো এখান থেকে জোয়ার ভাটায় পানি উঠানামা করছে, এরপরেও পানি উন্নয়ন বোর্ডের চরম উদাসীনতা রয়েছে। বালু পূর্ণ জিও ব্যাগ দেওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড সেটা এখানে পৌঁছাননি। তাদের গাফিলতিতে আজও পানি আটকানো সম্ভব হয়নি।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, আমরা জনগ‌ণের সাথে থেকেই সার্বক্ষণিক তদারকি করছি। বাঁধ নির্মাণের সকল সরঞ্জামাদি আমরা সরবরাহ করছি। শ্রমিকের মজুরিও পরিশোধ করা হবে।

এসকে

শেয়ার