Top
সর্বশেষ

৩য় ধাপের উপজেলা নির্বাচনে পাবনায় বিজয়ী হলেন যারা

৩০ মে, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
৩য় ধাপের উপজেলা নির্বাচনে পাবনায় বিজয়ী হলেন যারা
স্টাফ রিপোর্টার, পাবনা :

নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভোট গ্রহণ শেষে রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে পাবনা সদর. ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

৩ উপজেলার বেসরকারি ফলাফলে বিজয়ী :

পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহীন ১৬৩ টি ভোট কেন্দ্রের ফলাফলে মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।

পাবনা সদর উপজেলার ১৬৩ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৬১২ জন। নারী ২ লাখ ৪২ হাজার ৭৩৩ জন, হিজড়া ভোটার ৪জন। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪২% ।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ইমরান শেখ চশমা প্রতীকে ৪২৬৯২, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আনিস হোসেন জোয়ার্দার মাইক প্রতীকে ৩৪৫৩০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে, ১৫৪১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শামসুন নাহার রেখা, কলস প্রতীক পেয়েছেন ৫১১৯৪ ভোট।

ঈশ্বরদী উপজেলায় বেসরকারিভাবে ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামিলীগের আনারস প্রতিকের প্রার্থী মো: এমদাদুল হক। তিনি ঈশ্বরদীর সাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক। তার প্রাপ্ত ভোট: ৩৯১৭০।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মিন্টু পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৩৭,২৩০ ভোট। তিনি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক।

ঈশ্বরদী উপজেলার ৮৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৩৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪০হাজার ১৯২ জন। নারী ১ লাখ ৩৭ হাজার ১৭৬জন, হিজড়া ভোটার ৩জন। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.০৯% ।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুস সালাম মাইক প্রতীকে ৩০ হাজার ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রহমান (মিলন) উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০হাজার ৮৮২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আতিয়া ফেরদৌস কলস প্রতীকে ২৬ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহেজবীন শিরিন পিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৮৯ ভোট।

আটঘরিয়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে তানভীর ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট।

আটঘরিয়া উপজেলার ৪৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ৭০হাজার ২৯৬ জন। নারী ৬৮ হাজার ৮৭৩ জন, হিজড়া ভোটার ২ জন। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৪.৪৫% ।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. মহিদুল ইসলাম চশমা প্রতীকে ২৫১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইকবাল হোসেন মাইক প্রতীকে ১৫১৫০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. তহমিনা সুলতানা হাঁস প্রতীকে ২১৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মোছা. আছমা খাতুন ফুটবল প্রতীকে ১৪৬০৬ ভোট পেয়েছেন।

এসকে

শেয়ার