দক্ষিণ চীন সাগরে ‘রেড লাইন’ অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। শনিবার (১ জুন) বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফার্দিনান্দ মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে ‘যুদ্ধের একটি কাজের’ কাছাকাছি হিসেবে বিবেচনা করবে। সেইসঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন।
সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস। সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন- যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও ছিলেন।
ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের ওপর দোষারোপ ও আক্রমণ করার অভিযোগ এনেছেন।
দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচলাবস্থা সংঘর্ষ পর্যায়ে গেছে।
ম্যানিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বকে রক্ষা করছে।
গতকাল শুক্রবারের নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি। তবে কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: বিবিসি
বিএইচ