Top
সর্বশেষ

মির্জাপুরে উপজেলা নির্বাচনে উন্নয়ন-ঐতিহ্যের লড়াইয়ে সুযোগ নিতে চায় ফিরোজ

০১ জুন, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
মির্জাপুরে উপজেলা নির্বাচনে উন্নয়ন-ঐতিহ্যের লড়াইয়ে সুযোগ নিতে চায় ফিরোজ

আগামী ৫ই জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যাদের মধ্যে বিএনপির সাবেক নেতা ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) ছাড়া অঘোষিতভাবে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম (তালা) ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মীর্জা শামীমা আক্তার (ফুটবল)।

অপর প্যানেলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে শওকত মিয়া (টিউবওয়েল) ও নারী ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরিন (কলস)। এই প্যানেলটি স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ’র অনুসারী। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত এই আসনের টানা ৪ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একাব্বর হোসেনের সন্তান। ২০২১ সালে একাব্বর হোসেনের মৃত্যুর পর উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন খান আহমেদ শুভ। এর আগে মৃত্যুবরণ করেন ব্যারিস্টার সীমান্তের চাচা পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন। তাদের মৃত্যুর পর মির্জাপুরের রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতার শীর্ষে থাকা ঐতিহ্যবাহী পরিবারটির রাজনৈতিক ভবিষ্যত টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। চাচা ও বাবার মৃত্যুর পর ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত এবারই প্রথম জনপ্রতিনিধি হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার কর্মী সমর্থকরা ঐতিহ্যবাহী পরিবারটির সদস্য ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে মরিয়া হয়ে কাজ করছেন।

প্রচারণার ক্ষেত্রে তারা প্রয়াত এমপির উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাজনৈতিক ইমেজ উল্লেখ করে তার সন্তান হিসেবে ব্যারিস্টার সীমান্তকে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে জোরালো আবেদন জানাচ্ছেন। এছাড়া এই প্যানেলে থাকা বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন।

অপরদিকে এমপির অনুসারী রেজাউল করিম বাবুলের মনোনয়ন পত্র নানা নাটকীয়তার পর চুড়ান্তভাবে বাতিল হওয়ার পর ‘ব্যাকআপ’ প্রার্থী এসএম মোজাহিদুল ইসলাম মনির মূল প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া এই প্যানেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন শওকত মিয়া ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন চিত্র নায়ক ডিএ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন।

তারা দুজনই প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। মূলত সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি নির্বাচিত হওয়ার পর অল্প সময়ে নেতাকর্মীদের সুযোগ-সুবিধা, উপঢৌকন প্রদান, উপজেলাজুড়ে উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাঁর যে সু-ইমেজ সৃষ্টি হয়েছে তার ওপর ভর করেই এমপি
অনুসারী প্রার্থীরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপি’র অনুসারী হিসেবে তাদেরকে নির্বাচিত করা প্রয়োজন উল্লেখ করেই তারা ভোট প্রার্থনা করছেন।

এছাড়া বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খানকে ঘিরে বিএনপির একটি অংশ ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি এমনিতেই নির্বাচন বিরোধী অবস্থানে রয়েছে। এরমধ্যে বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান নির্বাচনে অংশ নেওয়ায় তিনি যেন বিএনপি সমর্থকদের কোন সমর্থন না পান সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। তাকে ঠেকাতে এপর্যন্ত বেশকিছু নেতাকে লিখিত ও মৌখিকভাবে সতর্ক করেছে বিএনপি।

তবে ফিরোজ হায়দার খান উপজেলার সর্বোচ্চ ভোটের ইউনিয়ন গোড়াইয়ের সন্তান ও ওই এলাকার প্রভাবশালী হওয়ায় শক্ত অবস্থানে রয়েছেন। উপজেলা জুড়েও তার কম বেশী মাত্রায় অবস্থান থাকায় বিজয়ের ব্যাপারে তিনিও অনেকটা আশাবাদী। উপজেলায় বিএনপির অনুসারীরা ফিরোজ হায়দার খানকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলে পাল্টে যেতে পারে সব হিসেব।

প্রসঙ্গত, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮শত ৫১ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১শত ১৩ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭শত ৩২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এসকে

শেয়ার