Top
সর্বশেষ

মির্জাপুরে আচরণ বিধি লঙ্ঘন ঘিরে তুলকালাম, জেল-জরিমানা

০১ জুন, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে আচরণ বিধি লঙ্ঘন ঘিরে তুলকালাম, জেল-জরিমানা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঘিরে তুলকালাম ঘটনার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক (হুরমহল)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ ও ছাত্রলীগ নেতা ইশাদ আহমেদ মল্লিককে ৭দিন করে কারাদণ্ড
দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামে এ ঘটনা ঘটার পর রাত ১১ টায় উপজেলা প্রশাসন অফিস থেকে রায় দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। এরআগে ইউপি চেয়ারম্যনা ও ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় উপজেলা প্রশাসন চত্বরে কয়েকশত নেতাকর্মী অবস্থান নেন। সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসন চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি তদারকি কালে উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামে আব্দুল হালিম খান গজনবীর বাড়ির সামনে লোকসমাগম ও তাদের হাতে খাবারের প্যাকেট দেখতে পান। তাদের গলায় কাপ পিরিচ, টিউবওয়েল ও কলসি প্রতীকের ছবি ছিলো বলে তিনি জানান। পরে খাবার পরিবেশন করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় আইন প্রয়োগ করতে গিয়ে তিনি বাধার সম্মুক্ষীন হন।

একপর্যায়ে তিনি অবরুদ্ধ হয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ও আইন প্রয়োগে বাধা প্রদানকারীদের আটক করেন। এদিকে, এ ঘটনার পর ভোটের মাঠে উত্তেজনা বিরাজ করছে। বইছে আলোচনা সমালোচনার ঝড়।

এসকে

শেয়ার