Top
সর্বশেষ

শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২

০২ জুন, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। রবিবার (০২ জুন) ভোর ৪ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মিয়া দুঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো পিকআপ চালক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের মকেশ রায়ের ছেলে চঞ্চল রায় (৩০) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সদর এলাকার ছিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। আহত বরিশালের মুলাদি উপজেলার এলাকার মংগুল সিকদার মামুন (৪০)। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আহত মামুন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসআই জাহিদ মিয়া জানান, রবিবার ভোর ৪ টায় ঢাকার মোহাম্মদপুরে মাছ সরবরাহ করে পিকআপ নিয়ে ময়মনসিংহে ফিরছিলেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় পৌছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ (ঢাকা-মেট্রো-ন-২৩-১১১৬) ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের চালক চঞ্চল রায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় পিকআপের যাত্রী রিপন এবং মামুনকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রিপনকে মৃত ঘোষণা করেন। মাওনা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে

শেয়ার