Top
সর্বশেষ

পাবনায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

০২ জুন, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
পাবনায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে ছুরিকাঘাতে রিনা বেগম (২৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই রিনার স্বামী মিলন (৩৮) কে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।

রবিবার (০২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিম পাড়া মো. ইব্রাহিম এর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম রাজশাহী জেলার আড়ানি, চক সিংড়াপাড়ার মো. আকবর আলীর মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেড রেনেসা কোম্পানির শ্রমিক পদে কর্মরত ছিলেন। গ্রেফতারকৃত মো. মিলন (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসুনিয়া পট্টি গ্রামের মো. শুকুর আলীর ছেলে। মিলন পেশায় টাইলস মিস্ত্রি। বর্তমানে তারা ইপিজেড গেটে লাভলুর ম্যাচে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, নিহত রিনা বেগম কাজে যোগদানের জন্য ইপিজেডের রেনেসা কোম্পানির উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়। ঈশ্বরদী বাঘইল পশ্চিম পাড়া মো. ইব্রাহিম এর বাড়ির সামনে পৌঁছালে তার স্বামী মো. মিলন হোসেন রিনা বেগমের পথ আটকিয়ে মিলনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রিনার পেট, ডান হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর যখম করে। রিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম তিনি জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এসকে

শেয়ার