Top

আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

০২ জুন, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ জুন) ইসলামাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পরবর্তীতে সাবেক এই প্রধানমন্ত্রীকে মারগাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সম্পত্তি নিয়ে বিতর্ক এবং গুলি চালানোর অভিযোগে তার পরিবারের এক সদস্যের করা এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ইলিয়াস, অনিল সুলতান, মোহাম্মদ আলী এবং আরও ২৫ জন পাক গালফ কনস্ট্রকশন কোম্পানি ভেঙে দেন।

তানভীর ইলিয়াসের মুখপাত্র জানিয়েছে, পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তারের সময় তার বাড়ির চারদিকে ঘিরে রেখেছিল।

তবে ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারের আগে সব ধরনের আনুষ্ঠানিকতা পূরণ করা হয়েছিল।

বিএইচ

শেয়ার